৪-২ গোলে সেনেগালের জয়
শাকিল খান | প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৯:৫৫
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর চলতি বছর মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে হার নিয়ে মাঠ ছেড়েছিল তারা। মাঝে গিনির বিপক্ষে ম্যাচে জয়ের ধারায় ফিরেছিল সেলেসাওরা। কিন্তু এবার আফ্রিকার আরেক দেশ সেনেগালের বিপক্ষে হেরে গেল ব্রাজিল।
অবশ্য ম্যাচের শুরুতে লিড পেয়েছিল ব্রাজিলিয়ানরা। কিছুক্ষণ পরই সেনেগালকে সমতায় ফেরান হাবিব দিয়ালো। বিরতির পর নিজেদের জালে বল পাঠান মার্কিনিওস। এরপর সাদিও মানের গোলের পর সেলেসাওদের হয়ে এক গোল শোধ দেন মার্কিনিওস। শেষদিকে পেনাল্টি থেকে আরেকটি গোল করে সেনেগালের ৪ গোল পূর্ণ করেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে ব্রাজিল। মানের ক্রসে দিয়ায়োর হেড ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান মার্কিনিয়োস। এর তিন মিনিট পর মানের অসাধারণ এক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। শুরুতে পেপ গেয়ের শট ফিরিয়ে দেন এদেরসন। ফিরতি বল দিয়ায়ো পেয়ে পাস দেন মানেকে। বাঁকানো শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।
বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল, কিন্তু গোলের দেখা আর পায়নি তারা। যোগ করা সময়ে স্পট কিকে সেনেগালের চার নম্বর গোলটি করেন মানে। নিকোলাস জ্যাকসনকে গোলরক্ষক এদেরসন ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
বিষয়: বিশ্বকাপ ব্রাজিল সেনেগাল News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।