‘ওয়ানডেতে আফগানরা শক্তিশালী দল’

শাকিল খান | প্রকাশিত: ২২ জুন ২০২৩, ১৯:৫৯

ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে সর্বশেষ ঢাকা টেস্টে রেকর্ড ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার অপেক্ষা একদিনের সিরিজের। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প।

প্রথম দিনের ক্যাম্প শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘সাদা বলে ওরা শক্তিশালী, অনেক ভালো দল। ওদের ভালো কিছু স্পিনার আছে। তবে আমরা তাদের সঙ্গে সবসময় জিতি। দেখেন ওডিআই। লাস্ট সিরিজটাতে কিন্তু জিতেছি। বিশ্বকাপেও আমরা ওদেরকে হারিয়েছি। ওরা কিছু সময়ের জন্য আমাদেরকে চাপে ফেলে। পরে আবার ওভারকাম করতে পারি। প্রতিপক্ষ যেটা বললেন, ছোট করে দেখার কিছু নাই। সবসময় কঠিন কিছু মুহূর্ত আসে। কীভাবে মোকাবিলা করতে হবে, আমাদের সবাই এটা ভালো করেই জানে।’

সিরিজটা কেমন হতে পারে? এ প্রশ্নর জবাবে মিরাজ বলেন, ‘ওরা (মুজিব-রশিদ) দলে ফিরছে। ওরা আগেও দলে ছিল। হোম সিরিজ যখন আগে হয়েছে, তখনো আমরাই জিতছিলাম। ওরা তো অনেক শক্তিশালী দল নিয়েই এসেছিল। আমরা সিরিজ জিতেছি, ভালো ক্রিকেট খেলেছি। ওভাবেই কঠিক সিচুয়েশন আসবে। আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। সবাই ফর্মে আছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top