শতভাগ ফিট নই, তবে খেলব

শাকিল খান | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ২৩:৪৮

ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন  তামিম ইকবাল! মূলত পিঠের পুরনো ব্যথা ফিরে আসায়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাকে পাওয়া যায়নি বলে জানা যায়। এমনকি মাসখানেক ধরে কোমরের চোটে ভুগছিলেন দেশসেরা এই ওপেনার। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে।

সম্প্রতি চোট কাটিয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তামিম। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও সারেন এই ওপেনার। তবে সিরিজ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগেই ফের তাকে ঘিরে দুঃসংবাদ।

তামিম বলেছেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ঠিক আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।’

এদিকে দলের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন তামিম। এক্ষেত্রে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানালেন লাল-সবুজের এই প্রাণভোমরা।

তামিম বলেন, আমি দেখতে চাই, আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না, যেটাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি, ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে, আমি আগামীকালের (৫ জুলাই) জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে, এ রকম কিছু; তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন। কিন্তু তামিম মাঠে এলেও ব্যাটিং, ফিল্ডিং কিছুই করেননি। গতকাল অবশ্য মাঠের মাঝে থ্রো ডাউনের বিপক্ষে মিনিট বিশেক ব্যাটিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top