• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রথম ওয়ানডের একাদশে যে পরিবর্তন আসছে টাইগারদের

শাকিল খান | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩, ১৭:৫৯

ছবি: সংগৃহীত

আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন সপ্তাহ বিরতির পর খেলায় ফিরছেন টাইগাররা। একই সিরিজ আর একই প্রতিপক্ষ হলেও ফরম্যাটটা এবার ভিন্ন; তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মোকাবিলা করবে তামিম বাহিনী।

নিজেদের মাটিতেই আফগানদের আতিথ্য দেবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ম্যাচের আগে কেমন হবে হাথুরুর সাজানো একাদশ সেটি নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। যেহেতু ওয়ানডে বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়, সে কারণে এই সিরিজটি বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার যে শেষ সুযোগ, সেটি বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন বোধহয় হবে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অবধি প্রথম ছয় পজিশনে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তামিম ইকবাল-লিটন দাস ওপেন করবেন। ওয়ান ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত। টু ডাউনে সাকিব আল হাসান। এরপর তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম।

তবে পরিবর্তন আসতে পারে নাম্বার সেভেনে। এই পজিশনে বাজিয়ে দেখতে পারেন আফিফ হোসেনকে। এরপরের ধাপ ব্যাটিং করতে হবে মেহেদী হাসান মিরাজকে।

পেস ইউনিটের কাণ্ডারি তাসকিন আহমেদকে অনুশীলনে দেখা গেছে কিছুটা অস্বস্তিতে ভুগতে। ম্যাচের আগ পর্যন্ত তিনি যদি ফিট না হন তাহলে তার পরিবর্তে একাদশে দেখা যাবে এবাদত হোসেনকে। এছাড়া সঙ্গী হিসেবে থাকবেন হাসান মাহমুদ। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো আছেনই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ/এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top