• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যেভাবে র‍্যাঙ্কিংয়ের পাঁচে উঠবে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩, ১৮:৪৩

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পাঁচে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এর আগে সর্বোচ্চ ছয়ে নাম লেখাতে পেরেছিল লাল-সবুজের দলটি। তবে পঞ্চম স্থানে আসতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে।

আজ থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় পেলেই র‍্যাঙ্কিংয়ের পাঁচে উঠবে তামিম বাহিনী। অর্থাৎ আফগানদের হোয়াইটওয়াশ করতে হবে। এছাড়া সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো ১০০ রেটিং অর্জন করবে বাংলাদেশ।

আইসিসি ওয়ানডে সুপার লিগে বেশ ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। ১৫ ম্যাচের ভেতর ১১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। তবে একদিনের ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে খুব একটা সুবিধা তারা করতে পারেনি। দুই দলের মধ্যে ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে সাতটিতে। অপরদিকে আফগানিস্তানের অর্জন কেবল চার জয়। দুই দল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল গত বছর। সিরিজটি ছিল বাংলাদেশে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top