• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জামালকে জার্সি পাঠালেন মার্টিনেজ

শাকিল খান | প্রকাশিত: ৮ জুলাই ২০২৩, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা এমিলিয়ানো মার্টিনেজ দুই দিন আগে কলকাতা থেকে চলে গেছেন। যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াকে একটা জার্সি দিয়ে গেছেন।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা না হওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের জন্য অপেক্ষা করেও আয়োজকদের কারণে তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ দলপতি জামাল ভূঁইয়ার। আর তাতেই ক্ষোভে ও সমালোচনায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা।

জানা যায়, কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ৩ জুলাই সকালে ঢাকায় এসে দশ-এগার ঘণ্টা অবস্থান করেই চলে যান কলকাতায়। ঢাকা ছাড়ার পথে বিমানবন্দরের ভিআইপি প্রবেশ মুখে গাড়িতে বসা ছিলেন মার্টিনেজ। আর অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপে খেলে ভারত থেকে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং মার্টিনেজ একই সময়ে ভিআইপি এরিয়াতে। জামাল দেখা করতে চেয়েছিলেন, পারেননি। শতদ্রু বলছিলেন, ‘আমাকে কেউ একজন বলেছিল, কিন্তু ভিড়ের মধ্যে আমি ততটা বুঝতে পারিনি। পরে ছবি দেখে মনে হচ্ছে চিনেছি।’

শতদ্রু আরও বলেন- একে তো মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে তিনি হয়েছেন সমালোচিত। তার উপর জামাল ভূঁইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তারকা আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে করতে পারেননি দেখা। সেটি নিয়ে তো রীতিমতো ক্ষোভে ফেটে পরেছেন ফুটবল প্রেমীরা।

আর সে কারণেই বাংলাদেশ দলপতির মন ভালো করতে তিনি মার্টিনেজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছেন।

এদিকে মার্টিনেজ হয়তো বুঝতে পেরেছেন যে জার্সি পেয়ে জামাল অপমানবোধ করতে পারেন। সে কারণে জার্সির সঙ্গে দিয়েছেন শুভেচ্ছাবার্তাও।

এমি শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘চিয়ার্স, জামাল।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top