সিরিজ হারের দায় যাদের দিলেন লিটন
শাকিল খান | প্রকাশিত: ৯ জুলাই ২০২৩, ২০:২৩
বাংলাদেশ ক্রিকেট থেকে তামিম ইকবালের ঘোর কেটেছে গতকালই। তবে সেই ঘোর কাটতে না কাটতেই দুর্বিষহ আরো একটি পরাজয় বরণ করলো বাংলাদেশ দল। সেটিও টানা দুই ম্যাচে। ফলাফল প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে আফগানদের বধের শিকার হলো বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হতশ্রী বোলিংয়ের পর বাজে ব্যাটিং। সব মিলিয়ে হারটাও বাংলাদেশকে খুব বাজেভাবে উপহার দিয়েছে আফগানরা।
অতীতের মতো এই হারের পরও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিপক্ষ আরও ৩০-৪০ রান কম করলে হয়তো জয়ের মুখ দেখা যেত। নিত্যদিনের এই যুক্তির পাশাপাশি থাকে নিজের দায় এড়িয়ে অন্যের দিকে ঠেলে দেয়ার প্রবণতাও। এবারও তার ব্যতিক্রম হয়নি ।
লিটন বলেন, আপনি যখন টস জিতে প্রথমে বোলিং করেন, (তখন বোলারদের ভালো কিছু করতে হয়) কিন্তু আমাদের বোলাররা সুবিধা করতে পারেনি। আমরা ফিল্ডিং, বোলিং, ব্যাটিং কোনদিক থেকেই আপ টু দ্য মার্ক ছিলাম না। গুরবাজ এবং ইব্রাহিম অসাধারণ ব্যাটিং করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা আউট হওয়ার পর, দৃশ্যপট পাল্টে যায়। শেষদিকে বোলাররা ভালো বোলিং করেছে। তবে দায় কিছুটা টপ অর্ডারদেরও আছে বলে জানান তিনি।
লিটন বলেন, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে এটা কঠিন নয়। কিন্তু তার জন্য পাওয়ার প্লেতে উইকেট না দেওয়ার জন্য নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে, কারণ ওদের খুব ভালো বোলার আছে।’
বিষয়: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।