সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

শাকিল খান | প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৯:২৩

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের লজ্জা সঙ্গী হয়েছে বাংলাদেশের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে লাল সবুজের প্রতিনিধিদের লক্ষ্য একটাই; হোয়াইটওয়াশ এড়ানো। আজকের ম্যাচটি হাতছানি দিচ্ছে রশিদদের ইতিহাস গড়ার।

যদি আফগানরা জিতে যায় প্রথমবারের মতো টাইগারদের হোয়াইটওয়াশ করবে। এমন কঠিন সমীকরণের ম্যাচটি আবার মানসম্মান বাঁচানোর লড়াই লিটনদের। ঘরের মাঠে ২০১৪ সালের পর পুনরায় হোয়াইটওয়াশ এড়াতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

এক পরিবর্তন যে আসছে বাংলাদেশের স্কোয়াডে সেটি অনেকটাই নিশ্চিত। কেননা দ্বিতীয় ওয়ানডেতে থাকা এবাদত হোসেন ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। তার পরিবর্তে একাদশে আসবেন তাসকিন আহমেদ।

এদিকে হোয়াইটওয়াশের শঙ্কার পাশাপাশি টাইগারদের দরজায় কড়া নাড়ছে আরও বড় দুঃসংবাদ। বাংলাদেশের বর্তমান র‍্যাঙ্কিংয়ে অবস্থান আছে ৭ নম্বরেই। আর সর্বশেষ ম্যাচে স্বাগতিকরা যদি হোয়াইটওয়াশ হয় তাহলে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হবে তাদের। তখন ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে আসবে আফগানিস্তান। আর বাংলাদেশ নেমে যাবে আটে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

 লিটন দাস, নাঈম শেখ, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top