• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

শাকিল খান | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১৬:৩০

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। আফগানদের এই সফরের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেলেও ওয়ানডে সিরিজের ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে টাইগারদের সামনে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের এই সিরিজ খেলতে একটি কুড়ি দুটি পাতার শহর সিলেটে পাড়ি জমাবে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

টিকেটের মূল্যহার- গ্রান্ড স্ট্যান্ড-১৫০০ টাকা, ক্লাব হাউজ-৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি-৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রীণহিল এলাকা-২০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংক্ষিপ্ত সংস্করণের এই ম্যাচ দুটি আগামী ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রহমান উল্লাহ গুরবাজ, হজরত উল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিব উল্লাহ জাদরান, সেদিও আতাল, করিম জানাত, আজমত উল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নিজাত মাসুদ, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমেদ ও মুজিব-উর-রহমান।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top