লন্ডন যাবেন তামিম

শাকিল খান | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১৯:০২

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই ফিটনেস সংক্রান্ত সমস্যা ভুগছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন তিনি। তামিমের আছে কোমরের সমস্যাও। সেই সমস্যা সারিয়ে তুলতে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার।

এদিকে অবসর ভাঙলেও এখনই ক্রিকেটে ফিরছেন না ওয়ানডে দলপতি। দেড় মাসের বিরতি নিয়েছেন তিনি। এই সময়ে নিজের ফিটনেস ও কোমরের চোট নিয়ে কাজ করার কথা রয়েছে তার। সেই লক্ষ্যেই লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

বিসিবি ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ’’তামিম দুবাই যাচ্ছে। সেখান থেকে ২৫ থেকে ২৬ জুলাই ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয়, না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।’’

তামিম অধিনায়ক হয়ে ফিরবেন কি না জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে, আমি ফিরে আসি আগে। তারপর এগুলো নিয়ে আলাপ করব।’

তিনি আরও যোগ করেন, এর মাঝে আমরা ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top