‘তামিমের অবসর কাণ্ডের প্রভাব ড্রেসিংরুমে পড়েনি’
শাকিল খান | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ২৩:৫৪
আফগানিস্তানের সাথে সিরিজ চলাকালেই অধিনায়ক তামিম ইকবালের অবসরের ঘোষণায় হঠাৎ অস্থিরতা দেখা দেয় বাংলাদেশের ক্রিকেটে। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম।
তাই তামিমের অবসর ও অবসর ভেঙে ফেরা কাণ্ডের প্রভাব টাইগারদের ওপর পড়েছে কিনা, এমন শঙ্কাও জেগেছিল। তবে তৃতীয় ও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে শুক্রবার (১৪ জুলাই) থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সেখানেই তাকে তামিম ইকবালের অবসর ইস্যুতে প্রশ্ন করা হয়। এ সময় তার দাবি, তামিমের অবসরের সেই ঘটনায় দলের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি।
প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হতে পারে। ড্রেসিংরুমে মনে হয় না আমরা কখনও খারাপ ছিলাম। পরিবেশ সবসময় ভালো ছিল, এখনও আছে। অবশ্যই ম্যাচের ফলের কারণে আপনারা ভাবেন ড্রেসিংরুমের অবস্থা ভালো না। কিন্তু, আমরা এখন সবসময় ভাবি কীভাবে নিজের খেলায় উন্নতি করে দলে অবদান রাখা যায়।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।