• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আলো ছড়ালেন মুশফিক-তাসকিন

শাকিল খান | প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৬:৪০

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। টুর্নামেন্টে দুই ক্রিকেটারের প্রথম দ্বৈরথে বল হাতে বিধ্বংসী ভূমিকায় তাসকিন অবতীর্ণ হন। আর ব্যাট হাতে জবাবটা বেশ কড়া করেই দিয়েছেন মুশফিক।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে তাসকিন ফেরান মোহাম্মদ হাফিজকে। প্রথম বলেই ১ রানে তাকে ফিরতি ক্যাচে আউট করেন এই পেসার। শেষ দুই বলে রবি বোপারা ও ডিলানো পটগিয়েটারকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন। ইনিংসের প্রথম ওভারে বল করে ৫ রান দেন তিনি। ২ ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন ডানহাতি পেসার।

এদিকে মুশফিকের জোবার্গ বাফেলোসের বিপক্ষে এক ওভারেই তিন উইকেট তুলে নিয়েছেন বুলাওয়ে ব্রেভসের ডানহাতি এই পেসার। বিনিময়ে রান দেন ১১। আর মুশফিক টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই খেলেন ২৩ বলে হার না মানা ৪৬ রানের এক ইনিংস।

মুশফিকের মারকুটে ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে জোবার্গ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের খরচায় মাত্র ৯৫ রানেই থেমে যায় বুলাওয়ের ইনিংসের চাকা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top