এশিয়া কাপের প্রাথমিক দলে থাকছেন রিয়াদ
শাকিল খান | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ২২:৪৩
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করার দিনক্ষণ ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় ২৯ জুলাই থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা জানায় বিসিবি।
সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও থাকছেন ক্যাম্পের দলে। বিতর্ক এড়াতে এ সিদ্ধান্ত বিসিবির।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে আছে। কেন্দ্রীয় চুক্তির সবাই কন্ডিশনিং ক্যাম্পে থাকবে। কারণ, এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প।’
টানা তিনটা সিরিজ রিয়াদকে দলের বাইরে রাখায় অনেকটাই বিতর্কের মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এজন্য ধারণা করা হচ্ছে, বিতর্ক এড়াতেই রিয়াদকে এশিয়া কাপের প্রাথমিক দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
ইমার্জিং এশিয়া কাপের দল থেকেও ক্যাম্পে নেওয়া হচ্ছে বেশ ক’জন ক্রিকেটারকে। বিশেষ করে ওপেনিং বিভাগে তামিম ইকবাল ও লিটন কুমার দাস ছাড়াও তিনজনকে রাখার পরিকল্পনা করা হচ্ছে। চোটাক্রান্ত তামিমের বিকল্প প্রস্তুত রাখতেই এ সিদ্ধান্ত বোর্ডের।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।