মেসির জোড়া গোলে শেষ ষোলোতে মায়ামি
শাকিল খান | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৩, ২০:৫১
বজ্রপাত ও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয় প্রায় দেড় ঘণ্টার মতো। মায়ামির আকাশ থেকে ঝড় চলে গেলেও মাঠে ঠিকই ঝড় তোলেন লিওনেল মেসি। এবার তার জোড়া গোলে লিগস কাপের ‘রাউন্ড অব থার্টি টু’তে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে গোলাপি রঙের জার্সিধারীরা মায়ামি।
এ জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করেন মেসি। এ ছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল মায়ামি।
আজ বৃহস্পতিবার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। রবার্ত টেইলর ক্রস থেকে বুকে রিসিভ করে বাম পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলের সমতা আনে অরল্যান্ডো।
দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ থাকে মায়ামির হাতে। ৫১ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। শটটি মেসিরই নেওয়ার কথা ছিল। কিন্তু মেসি নিজ থেকেই সতীর্থ জোসেফ মার্তিনেসকে শট নিতে বলেন। মার্তিনেস অবশ্য দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি। ৭২ মিনিটে আবারও ভলিতে গোল করেন মেসি।
ম্যাচের বাকিটা সময় জাল অক্ষত রেখেই মাঠ ছাড়ে মায়ামি। এদিকে এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয় জর্দি আলবার। ম্যাচের ৬৩ মিনিটে মাঠে নামেন তিনি। আগামী ৬ আগস্ট শেষ ষোলোর খেলায় এফসি ডালাসের মুখোমুখি হবে মায়ামি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।