• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিসিবি শর্ত মেনে নিয়েছে, সাকিবই হচ্ছেন নতুন অধিনায়ক!

শাকিল খান | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৩, ২২:২৪

ছবি: সংগৃহীত

হুট করেই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের ঠিক দুই মাস আগে নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে বোর্ড কর্তাদের প্রায় সবার আঙুল একমাত্র সাকিব আল হাসানের দিকে। শনিবার (৫ আগস্ট) বোর্ড সভাপতিও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘অধিনায়ক বানানোর ক্ষেত্রে সবচেয়ে সহজ অপশন হচ্ছে সাকিবকে বানিয়ে দেওয়া।’

জানা গেছে, ২-১ দিনের মধ্যেই সাকিবের কাছে অধিনায়ক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে পারে বিসিবি। সেই প্রস্তাবে সাকিবের সাড়া দেওয়ার অপেক্ষায় বিসিবি।

বোর্ডের সূত্র বলেন, ‘বোর্ড সভাপতি নিজে বিষয়টি দেখছেন। ওর কাছে দুএকদিনের ভেতর চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে। আমরা ওর সিদ্ধান্ত মেনে নিয়েছি। দীর্ঘমেয়াদেই ওকে আমরা দলের দায়িত্ব দেব। এর ভেতর লিটনও নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে। আপাতত আমাদের পরিকল্পনা রয়েছে অন্তত দুই বছরের জন্য তাকে অধিনায়ক করা।’

তাহলে অন্তত ২০২৫ সাল পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্ব পেতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top