মিরপুর শের-ই-বাংলায় উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি

শাকিল খান | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৩, ২১:০৮

ছবি: সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্ব এখন চলছে। এরই অংশ হিসেবে বিশ্বকাপের ট্রফি এখন রাজধানীর মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছে।

এরপর জাতীয় দলের ক্রিকেটাররা ফটোসেশন করেন বিশ্বকাপের ট্রফির সঙ্গে। দলের সকলেই ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নিলেও সেখানে ছিলেন না সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মাঠে আসলেও তিনি ছিলেন না ফটোসেশনে।

এর আগে, গতকাল সোমবার এই ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই প্রদর্শনের জন্য রাখা হয় বিশ্বকাপ ট্রফি। মূলত ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল এটি।

এদিকে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তৃতীয় দিন বুধবার বসুন্ধরা সিটি শপিংমলে বিশ্বকাপ উন্মুক্ত করা হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীরা দেখার সুযোগ পাবেন ট্রফিটি। তুলতে পারবেন ছবি।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে বিশ্ব ভ্রমণে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলংকা থেকে রবিবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায়। তিন দিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের এ ট্রফি।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top