ফের একই লিগে দেখা যেতে পারে মেসি-নেইমারকে!
শাকিল খান | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৩, ০০:০০
আবারও একই লিগে দেখা যেতে পারে মেসি-নেইমারকে। এ দুই ফুটবলারের বন্ধুত্ব অনেক দিনের। লা লিগা, ফরাসি লিগে দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর পিএসজি থেকে মেসির বিদায়ের পর ভাঙে এই দুজনের জুটি।
জানা গেছে, সাবেক সতীর্থ মেসির পথে হাঁটতে পারেন নেইমার। মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি ব্রাজিলের তারকা এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে নেইমার জানিয়ে দিয়েছেন, পিএসজি ছাড়তে চান তিনি। আর সেই সুযোগটুকুই কাজে লাগাতে চাচ্ছে লস অ্যাঞ্জেলেস। যদিও নেইমারের ইচ্ছে পুরোনো ক্লাব বার্সেলোনাতে ফেরা। তবে মেজর লিগ সকারের মেসির মতো বিশ্বকাপজয়ী ফুটবলার থাকায় আমেরিকান ক্লাবটিও আশাবাদী তারা চেষ্টা করলে নেইমারকে দলে নিতে পারবে।
ব্রাজিলের তারকা ফুটবলারকে ছেড়ে দিতে রাজি পিএসজিও। কিন্তু অল্প দামে নেইমারকে ছাড়তে আগ্রহী নয় ফরাসি ক্লাবটি। চড়া মূল্য পেলে ব্রাজিলের এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে পিএসজি। নেইমার নিজে বার্সেলোনাতে ফিরতে চাইলেও এখনো কাতালান ক্লাবটি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী দেখায়নি।
মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস এফসি ছাড়াও সৌদি আরবের ক্লাবও নেইমারকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত মেসি-বেনজেমাদের মতো নেইমারও ইউরোপ ছেড়ে সৌদি কিংবা আমেরিকায় পাড়ি জমায় কি না সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।