বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন সাকিব

শাকিল খান | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৩, ২০:০৯

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে আগামী অক্টোবরে ভারতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। গত চার বছরে ওয়ানডেতে নিজেদের দারুণ পারফরম্যান্সের কারণে এবার নিঃসন্দেহে প্রতিপক্ষদের সমীহ পাবে তারা। সাকিবও জানালেন, ওয়ানডেতে বাংলাদেশ কত ভালো দল, বিশ্বকাপে সেটাই বিশ্বকে দেখানোর লক্ষ্য তাদের।

এর আগে ২০১১ বিশ্বকাপের অধিনায়ক হিসেবে থাকা তরুণ সাকিব ২০২৩ বিশ্বকাপে এসে পরিপক্ক হয়েই নেতৃত্ব দেবেন দলকে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাওয়া বাঁ-হাতি এই অলরাউন্ডারের কাছে তাই ভক্তদের চাওয়াটাও থাকবে বেশি এমনটাই স্বাভাবিক।

লঙ্কা প্রিমিয়ার লিগে এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘গত চার বছরে আমরা কত ভালো দল হয়েছি, সেটা দেখানোর দারুণ একটা চ্যালেঞ্জ এটা। বিশ্বকাপে ভালো করার দারুণ সুযোগ আমাদের। আমরা খুব ভালো দল এবং সাদা বলের ফরম্যাটে আমরা সত্যিই খুব ভালো খেলছি। সুতরাং আমরা কতটা ভালো দল, সেটা এখন সবাইকে দেখানোর সময় হয়েছে।’

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশকে ৪৯ ওয়ানডেতে নেতৃত্ব দেন সাকিব। প্রথমবার অধিনায়কত্ব পেয়ে ওই সময়ে জেতেন ২২ ম্যাচ। তার নেতৃত্বে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। ওই বছরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আর পাকাপাকিভাবে ওয়ানডে দলের অধিনায়ক থাকেননি তিনি। মাঝে ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফির অবর্তমানে।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top