যে কারণে শাস্তির আওতায় আসতে পারেন মেসি

শাকিল খান | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৩, ১৯:৩১

ছবি: সংগৃহীত

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও শীর্ষ লিগ এমএলএসে এতদিন অভিষেক হয়নি লিওনেল মেসির। অবশেষে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টাইন অধিনায়কের।

এমএলএসে নিজের অভিষেক ম্যাচে গোলেরও দেখা পান তিনি। তবুও স্বস্তিতে নেই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কারণ, অভিষেক ম্যাচের দিনই নিয়মভঙ্গ করায় শাস্তি পেতে পারেন তিনি।

এমএলএসের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দলের সকল খেলোয়াড়কে প্রয়োজন অনুযায়ী দিতে হবে সাক্ষাৎকার। কিন্তু দলের সকলে সাক্ষাৎকার দিলেও সেখানে অংশ নেননি মেসি। আর তাতেই তিনি ভেঙ্গেছেন লিগের নিয়ম। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত মায়ামির জার্সি গায়ে মেসির গোল করেছেন ১১টি। পাশাপাশি ক্ষুদে জাদুকরের অ্যাসিস্ট করেছেন ৩টি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top