বিগ ব্যাশের ড্রাফটে ৩ বাংলাদেশি ক্রিকেটার

শাকিল খান | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৩, ১৯:১৯

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম জমা দিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। ড্রাফটের জন্য নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সোমবার ২৯টি দেশের ৩৭৬ জন বিদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেয়েদের বিভাগে নাম প্রকাশ করা হয়েছে ১২২ জন ক্রিকেটারের।

বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত শুধু সাকিবই খেলেছেন বিগ ব্যাশে। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলার পরের মৌসুমে খেলেছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। গত আসরের ড্রাফটে ছিলেন রিপন, আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। তবে শেষ পর্যন্ত জায়গা পাননি কেউই।

ড্রাফট থেকে প্রতিটি দলকেই কমপক্ষে দুইজন করে ক্রিকেটারকে নিতে হবে। সর্বোচ্চ তিনজন ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে ড্রাফটের প্রথম দুই রাউন্ড। এরপর 'স্ন্যাক' ফরম্যাটে হবে এই ড্রাফট। এটা মূলত আগের রাউন্ডে যারা সবার শেষে প্লেয়ার নিয়েছে তারা সবার আগে ডাকার সুযোগ পাবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top