শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
শাকিল খান | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৩, ২০:১৯
নানান নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। ছয় জাতির এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
সাকিব আল হাসানের অধিনায়কত্বে এবার বড় স্বপ্ন বাংলাদেশের। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে তারা, তবে শিরোপায় চুম্বন এঁকে দিতে পারেনি কখনোই। এবার অপেক্ষার অবসান ঘটানোর পালা। তবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখলেও বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার ফোরে খেলা। এ জন্য ম্যাচ ধরে ধরে এগোতে চান সাকিবরা।
এদিকে লিটন দাসে পরিবর্তে দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। স্কোয়াডে হুট করে জায়গা পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বিজয়কে দেখা যাবে কিনা সেটিই বিষয়।
একাদশে তিন পেসারকে খেলানোর সম্ভাবনা বেশি। অভিষেক হতে পারে তানজীদ হাসান তামিমের। একজন ব্যাটসম্যান বেশি খেলালে শেখ মাহেদী; আর যদি বিশেষজ্ঞ স্পিনারকে খেলানো হয় তাহলে নাসুম থাকবেন একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- বিজয়/নাঈম, তামিম, শান্ত, সাকিব, তাওহীদ, মুশফিক, মিরাজ, মাহেদী/নাসুম, মোস্তাফিজ/শরীফুল, তাসকিন ও হাসান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।