ভারত-পাকিস্তান ম্যাচ না হলে যেভাবে ফল নির্ধারণ

শাকিল খান | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৩

ছবি: সংগৃহীত

শ্রীলংকার পাল্লেকেলেতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে ক্রমেই ভক্তদের মধ্যে চলছে উত্তেজনার পারদ। তবে এই দুই দলের মহারণে বাধা হয়ে আসতে পারে বেরসিক বৃষ্টি। ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি।

শনিবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আবহাওয়া তথ্য বলছে, শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। এরপর সন্ধ্যা ৭টার পর বৃষ্টি কমতে পারে। তবে রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত আবারও হতে পারে বৃষ্টি।

এদিন প্রায় ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পুরো সময় না হলেও ম্যাচের যেকোনো সময়ে বৃষ্টি হানা দিতে পারে। যদিও বৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্রস্তুতির কোনো কমতি রাখছে না আসরের সহ-আয়োজকরা। বৃষ্টি শেষ হলেও যাতে ম্যাচ তাড়াতাড়ি শুরু করা যায়, এজন্য মাঠও প্রস্তুত রাখা হচ্ছে।

তবে বৃষ্টিবিঘ্নিত পুরো ম্যাচ না হলেও ফল নির্ধারণে রোহিত-বাবরদের অন্তত ২০ ওভার খেলতে হবে। বৃষ্টি থামার পর মাঠ শুকালে ডাকওয়ার্থ লুইস নিয়মে (ডিএলএস) লক্ষ্য জানাবেন দায়িত্বরত আম্পায়াররা। আর সেটি সম্ভব না হলে ম্যাচটি বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে।

 এদিকে ‘ভারতকে চাপে ফেলতে’ ম্যাচের একাদশ একদিন আগেই ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের একাদশ- ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top