বাংলাদেশের একাদশে আসতে পারে বড় পরিবর্তন!

শাকিল খান | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১

ছবি: সংগৃহীত

প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলেও প্রথম ম্যাচ শেষেই খাদের কিনারায় বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারে প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার মুখে টাইগাররা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। খেলা শুরু বিকেল সাড়ে তিনটায়।

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম 'ইএসপিএন ক্রিকইনফো' এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান মহারণে সবার চোখ থাকলেও আফগান-টাইগার ম্যাচও ক্রিকেটপ্রেমীদের রসদ জোগাচ্ছে। কারণ, এই ম্যাচে যে দল জিতবে, তারাই সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে যাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেনি। ফলে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার নাঈম শেখ ও অভিষিক্ত তানজিদ হাসান তামিম। আফগান ম্যাচে এদের মধ্যে একজনকে বাদ দিয়ে ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয় খেলতে পারেন। আর গত ম্যাচে ব্যর্থ হয়েছেন শেখ মাহেদি হাসানের পরিবর্তে সুযোগ পেতে পারেন আফিফ হোসেন বা শামিম পাটওয়ারী।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান, মোহাম্মদ নাইম/তানজিদ হাসান, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম , মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন/শামিম পাটওয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top