আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬

ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াই বাংলাদেশের। আফগানিস্তানকে হারাতে পারলে টিকে থাকবে সুপার ফোরের জন্য। হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রত্যাবর্তন হয়েছে আফিফ হোসেন, হাসান মাহমুদের। আর প্রথমবারের মতো ওয়ানডে জার্সি গায়ে চাপাচ্ছেন শামিম পাটেয়ারী।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন পাটেয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রাশিদ খান, গুলবাদিন নাইব, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top