বাংলাদেশ কী সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে?

শাকিল খান | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫১

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলা পড়েছিল শঙ্কার মুখে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সুপার ফোর নিশ্চিত করতে তাই বড় ব্যবধানে জিততে হতো টাইগারদের। সেটি সুন্দরভাবেই করল সাকিব আল হাসানের দল। আফগানদের ৮৯ রানে হারিয়ে জয়ের সঙ্গে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

হিসেব বলছে কোনো অলৌকিক ঘটনা না ঘটলে টাইগাররা আজই মূলত সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। শ্রীলঙ্কার কাছে বড় হারের কারণে নেট রানরেটে বেশ পিছিয়ে পড়েছিল টাইগাররা। কিন্তু ৮৯ রানের বড় জয়ের ফলে নেট রানরেটেও বড় লাফ দিয়েছে টাইগাররা। সেই লাফে কার্যত সুপার ফোরে উঠেই গেছে বাংলাদেশ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনেও তেমনটাই বলা হয়েছে।

সমীকরণ বলছে, বাংলাদেশের শ্রীলঙ্কার সমান দুই পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে দুইয়ে সাকিবের দল। বর্তমানে টাইগারদের নেট রানরেট এখন +০.৩৭৩, এবং লঙ্কানদের +০.৯৫১। তাহলে বাংলাদেশ কিভাবে সুপার ফোর নিশ্চিত হলো?

এখানেই জটিল সমীকরণে মুখোমুখি দলগুলো যদি আগামী ৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তবে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে যাবে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও যাবে সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট তখন থাকবে ০।

আর শেষ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না। কারণ আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না।

আফগানদের রানরেট এখন (-১.৭৮০)। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের। যদি আফগানরা বেশ বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলঙ্কার, বাদ পড়বে তারা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top