বাংলাদেশ বনাম পাকিস্তান: এক নজরে পরিসংখ্যান
শাকিল খান | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:০০
২০১৮ সালের পর আরও একবার এশিয়া কাপের সেরা চারের লড়াইয়ে নামছে বাংলাদেশ। দীর্ঘ ৫ বছর পর বাংলাদেশকে দেখা যাবে সুপার ফোরে। সর্বশেষ মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীনে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। টাইগারদের সামনে আজ আরও একবার তাদের হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাবার সুযোগ।
আজ সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৭ বার। যেখানে কেবল ৫ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আর ৩২ ম্যাচেই জয় পাকিস্তানের। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয়টাও পাকিস্তানের বিপক্ষেই। ১৯৯৯ বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিয়ে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।