বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এমন হারের কারণ জানালেন সাকিব

শাকিল খান | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং করেছে বাংলাদেশ। অলআউট হয়েছে ১৯৩ রানেই, খেলতে পারেনি ৪০ ওভারও। পুরো ইনিংসে একমাত্র ইতিবাচক দিক ছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটি। তবে এই জুটি নিয়েও কিছুটা আক্ষেপের কথা বলেছেন সাকিব।

তিনি বলেন, ‘আমরা ম্যাচের শুরুতেই হেরে গেছি। তারা খুব ভালো বোলিং করেছে, আমরা বেশ কিছু বাজে শট খেলেছি। এ রকম একটা উইকেটে প্রথম দশ ওভারে আমাদের চারটি উইকেট হারানো ঠিক হয়নি। আমার আর মুশফিকের জুটি ভালো ছিল। আরও ৭-৮ ওভার আমরা খেলতে পারতাম তাহলে একটা প্ল্যাটফর্ম তৈরি হতো। আমি আউট হওয়ার পর আর কোনও জুটি হয়নি। এ রকম একটা উইকেটে খুবই বাজে ব্যাটিং হয়েছে। এটার দায়ভার আমাদের নিতে হবে এবং পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে।’

সাকিব বলেন, ‘তারা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল। এ কারনেই তারা এক নম্বর দল। তাদের তিনজন ফ্রন্টলাইন বোলার আছে, যারা খুব ভালো করছে। আমরা ভালো করছি বোলিংয়ে, কিন্তু ব্যাটিংয়ে উত্থান পতন আছে। আমাদের ধারাবাহিকতা হতে হবে।’

সুপার ফোরে বাংলাদেশের পরের দুই ম্যাচ কলম্বোয়। ৯ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top