শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, থাকছে ব্যাটিং ব্যর্থতা দূর করার চ্যালেঞ্জ

শাকিল খান | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

দুই দিকে চোখ রেখে আজ ম্যাচে নেমেছে বাংলাদেশ। আকাশে আর মাঠে! মানে কলম্বোয় বৃষ্টির পূর্বাভাসে আজ ম্যাচ ভেস্তে যাওয়ার ভয় থাকছে। আবার মাঠের লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা দূর করার চ্যালেঞ্জও থাকছে। সুপার ফোরের এমন পরিস্থিতির ম্যাচটাই যে এশিয়া কাপে টাইগারদের টিকে থাকার লড়াই নিয়ে।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন পাটেয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top