সবাইকে পেছনে ফেলে ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন গফ, কিন্তু কিভাবে?

শাকিল খান | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩২

ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যামে খেলতে এসে সেই থেকেই ছিলেন আলোচনায়। যুক্তরাষ্ট্রের এই টিনএজ তারকা এবার উঠলেন চূড়ায়। ইউএস ওপেনের মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন কোকো গফ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২৪ হাজার দর্শকের সামনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৬-৩, ৬-২ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের এই ১৯ বছর বয়সী তারকা। এছাড়া সেরেনা উইলিয়ামসের (১৯৯৯) পর প্রথম টিনেজার হিসেবে ইউএস ওপেন জিতলেন তিনি।

ম্যাচের শুরুতেই স্নায়ুচাপে ভুগছিলেন কোকো গফ। এই সুযোগে আক্রমণাত্মক হয়ে উঠলেন সাবালেঙ্কাও। তাতে প্রথম সেটে রীতিমতো উড়িয়েও দিলেন গফকে। কিন্তু গফ ভড়কে যাননি। পরের দুই সেটে ফিরলেন দাপটের সঙ্গে। ২-১ সেটে তাকে হারিয়ে জিতে নিয়েছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও।

ফাইনাল জয়ের পর স্তব্ধ হয়ে গফ বলেন, আমি এ মুহূর্তে কিছুটা বাকরুদ্ধ। আমার মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে কষ্টের ভেতর দিয়ে এটি দিয়েছেন। হয়তো অর্জনটাকে আরও মধুর করার জন্য। আমি কৃতজ্ঞ। এই অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top