রাজমিস্ত্রী বাবার স্বপ্ন পূরণ করবেন ক্রিকেটপ্রেমী সন্তান, যেতে চান বহুদূর...
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১
পৃথিবীর রূপ-রস-গন্ধ-স্পর্শ তারাই পায়– যারা স্বপ্ন দেখতে জানে। বিজ্ঞানের এত আবিস্কার, মানুষের আধ্যাত্মিক উন্নতি, জ্ঞানের এত বিস্তার-এসবের সূচনা কিন্ত হয় স্বপ্নদ্রষ্টার হাত ধরেই। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে; আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়।
বলছিলাম খেটে খাওয়া মানুষের সন্তান মিজান গাজীর কথা। যিনি বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। স্বপ্ন তার বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরবেন তিনি।
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা এক কঠিন কর্মযজ্ঞ। অনেক চ্যালেঞ্জ নিয়ে এ দুনিয়ায় লড়াই চালিয়ে যেতে হয়। এতকিছু জেনেও স্বপ্ন থেকে এক চুলও নড়তে নারাজ মিজান গাজী। হাঁটি হাঁটি পা পা করে তার স্বপ্নের দিকেই এগিয়ে চলেছেন তিনি।
ধুলোমাখা মেঠোপথ থেকে শুরু। এখন খেলছেন প্রথম বিভাগে। বাঁহাতি স্পিনার এবং ডানাহাতি ব্যাটসম্যান। একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রস্তুত করছেন তিনি। একান্ত আলাপনে জানাচ্ছিলেন তার স্বপ্ন, আবেগ ও ক্রিকেট নিয়ে ভালোবাসার কথা।
মিজান গাজী বলেন, সাকিব আল হাসানের খেলা দেখেই ক্রিকেটার হবার স্বপ্নযাত্রা আমার। আবাহনী মাঠে ক্রিকেট খেলার হাতেখড়ি। লাল সবুজের দলে একদিন খেলবো আমি, এটাই স্বপ্ন। এ প্রতিজ্ঞায় আমার সহযাত্রী বাবা (আবদুল খালেক গাজী)। কারণ, সংসারে অভাব থাকলেও বাবা সবসময় প্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন।
রাজমিস্ত্রী বাবার স্বপ্ন কী পূরণ হবে? নাকি আরও একটি সম্ভাবনার মৃত্যু ঘটবে? কিংবা এর উল্টোটাও হতে পারে। হয়তো স্বপ্ন পূরণে অবিরাম ছুটে চলবেন মিজান গাজী। সময়ই বলে দেবে কে কোথায় যাবে? রিপোর্ট: নুরুল ইসলাম খান, সম্পাদনা: রাজীব রায়হান
বিষয়: মিজান গাজী ক্রিকেটার ক্রিকেট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।