প্রথম ওয়ানডেতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ...
শাকিল খান | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৪
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বাংলাদেশ। শেষ যাচাই বাছাইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চায় নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। তাই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটারদের কিউইদের বিপক্ষে সিরিজটি ফাইনাল পরীক্ষার মতোই।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেলা ২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে উভয় দল। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে খেলা। যদিও উভয় দলেই নেই একাধিক তারকা ক্রিকেটার।
এই সিরিজটি দিয়েই নিয়মিত ওপেনার তামিম ইকবাল দলে ফিরছেন। তাকে উইকেটের অপরপ্রান্ত থেকে সঙ্গ দেবেন লিটন কুমার দাস। সাকিব আল হাসান দলে না থাকায় তিনে খেলতে পারেন এনামুল হক বিজয়। চারে দেখা যেতে পারে ফর্মের তুঙ্গে থাকা তাওহীদ হৃদয়কে। পাঁচে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদের মতো আলাদা নজরে থাকবেন ছয়ে নামার সম্ভাবনা থাকা সৌম্য সরকারও। সাতে শেখ মেহেদী হাসান, আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দুই পেসার হিসেবে একাদশে থাকতে পারেন তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
বিষয়: বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।