তামিমের আচরণ বাচ্চাদের মতো- বললেন সাকিব, দিলেন বিধ্বংসী নানান বক্তব্য...
রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫২
গেলো বুধবার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর একটি ভিডিও বার্তা দেন তামিম ইকবাল। যেখানে তিনি বলেছেন, ক্যারিয়ারে সবসময় ওপেনিং করলেও বিশ্বকাপে তাকে সেই পজিশন থেকে সরানোর কথা উঠেছিল। তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি। দল থেকে তার সরে আসার পেছনে এটা ছিল অন্যতম কারণ। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কানাঘুষা চলছে, এর পেছনে রয়েছেন সাকিব আল হাসান। এবার বিষয়ে নিজের বক্তব্য পরিষ্কার করলেন সাকিব। তামিমের এমন মন্তব্যকে এবার ছেলেমানুষি বলেছেন সাকিব। বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয় বিশ্বকাপের দল নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে ব্যাটিং পজিশন নিয়ে তামিমের সিদ্ধান্তকে 'বাচ্চাদের' মতে আচরণ বলে মন্তব্য করেছেন সাকিব।
তিনি বলেন, রোহিত শর্মার মতো খেলোয়াড় সাত নম্বর থেকে ওপেনিংয়ে এসে দশ হাজার রান করে ফেলসে। ও (তামিম) যদি মাঝে মাঝে তিন-চারে নামে কিংবা ব্যাটিংয়ে না নামে, তাতে কি খুব একটা সমস্যা হয়? এটা আসলে অনেকটা বাচ্চা মানুষের মতো আচরণ। অনেকটা এমন যে আমার ব্যাট আমিই খেলব, আর কেউ খেলতে পারবে না।
এর আগে তামিম বলেন, আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।