বিশ্বকাপের উদ্বোধনীতে তারার মেলা
শাকিল খান | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩, ১৩:২৭
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। তার একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে তারার মেলা বসবে। ধুন্ধুমার নৃত্য-গীতের পাশাপাশি থাকছে চোখ ধাঁধানো লেজার শো।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবান। সঙ্গে রয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। অনুষ্ঠান মাতাবেন রণবীর সিং এবং তামান্না ভাটিয়া।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি থাকবেন দশ দলের অধিনায়ক।
বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট দিয়েই মাঠে গিয়ে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি।
বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ অক্টোবর। ধর্মশালায় সাকিব আল হাসানদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচের আগে আফগানরা তাদের মেন্টর হিসাবে নিয়োগ দিয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজাকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।