উরুগুয়ের সাথে ব্রাজিলের শোচনীয় হার
শাকিল খান | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৩:২৪
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই ম্যাচে জয়ে উড়ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ মূহুর্তে গোল হজম করে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল তারা। এতে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়ে বসে সেলেসাওরা। এবার উরুগুয়ের কাছে হেরেই বসল নেইমার জুনিয়ররা।
এদিন আবারও চোটে পড়েছেন নেইমার জুনিয়র। বুধবার ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে চোট পড়ে মাঠ ছাড়েন নেইমার।
ম্যাচের প্রথমার্ধে ৬০ শতাংশ বল দখলে রাখা নেইমার-ভিনিসিয়ুস-ক্যাসেমিরোরা বিরতির পর একের পর এক বল হারিয়েছে। শুধু এতটুকু হলেও যথেষ্ট ছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধজুড়ে টানা আক্রমণ সামলাতে হয়েছে ব্রাজিলের গোলরক্ষক ও রক্ষণভাগকে। এতে দারউইন নুনেজ ও দে লা ক্রুজের গোলে উরুগুয়ের কাছে ২-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
বিষয়: ব্রাজিল newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।