জুটিতে বিশ্বরেকর্ড, লংকানদের বিপক্ষে নেদারল্যান্ডসের লড়াকু পুঁজি
শাকিল খান | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৭:৪৭
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নেদারল্যান্ডস, যা বিশ্বমঞ্চে অন্যতম অঘটনই বটে। তবে প্রোটিয়াদের বিপক্ষে ৮২ রানেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল তারা।
এবার ৬-৯১ থেকে ৭-২২১; ধ্বংসস্তুপে পরিণত হওয়া নেদারল্যান্ডসকে এভাবেই টেনে নিয়ে গেছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান বিক। সপ্তম উইকেটে এত রান তোলার নজির এই প্রথম। তাদের এই জুটির ওপর ভর করেই শ্রীলংকার বিপক্ষে ২৬২ রানের লড়াকু পুঁজি তোলে নেদারল্যান্ডস।
এতদিন বিশ্বকাপে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার দখলে। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ রানের জুটি গড়েছিলেন এই দুজন।
আজ শনিবার (২০ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নামে ডাচরা। ডাচদের ৭ রানের মাথায়ই হারায় বিক্রমজিৎ সিংয়ের উইকেট। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউড এবং কলিন আকারম্যানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল ডাচরা। তবে প্রথম উইকেট নেওয়া কাসুন রাজিথা আবারও আঘাত হানেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয় ডাচরা।
শ্রীলংকার হয়ে বল হাতে সফল পেসার পেসাররাই। দুই পেসার মধুশঙ্কা ও রাজিথাই ভাগ করে নিয়েছেন ৮ উইকেট। একটি উইকেট স্পিনার মহেশ থিকশানার।
বিষয়: নেদারল্যান্ডস শ্রীলংকা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।