মিরপুরে সাকিবকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শাকিল খান | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১৭:০৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে লাল-সবুজ জার্সিতে কুড়িয়েছেন নানান খ্যাতি, গড়েছেন রেকর্ডের রেকর্ড, বরাবরই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে করছেন রাজত্ব। বাইশ গজের বাইরেও ‘হট ফিগার’ দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

গত মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হার দেখে টাইগাররা। তাদের পরবর্তী খেলা আগামী ২৮ অক্টোবর, কলকাতার ইডেন গার্ডেন্সে। গতকাল বুধবার মুম্বাইয়ের তাজ হোটেল থেকে বেরিয়ে কলকাতার বিমান ধরার জন্য বাংলাদেশ দলের বাস গেছে বিমানবন্দরে। তবে সেই বাসে সবাই উঠলেও সাকিবকে দেখা যায়নি। পরে তো জানাই গেল, কলকাতা নয়, ঢাকায় এসেছেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার। এ সময় উপস্থিত সমর্থকরা সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়।

এবারই প্রথমবার দেশের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডাকে। নানান সময়ে নানান বিতর্কে জড়ালেও কখনোই পড়েননি সমর্থকদের রোষানলে। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top