এক চুমুখাওয়াকে কেন্দ্র করে ৩ বছরের জন্য নিষিদ্ধ রুবিয়ালেস!
ফারহানা মির্জা | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৪:৫৯
রয়্যাল স্প্যানিশ ফুটবলের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। গেলো সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
মেয়েদের ফুটবল বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর স্ট্রাইকার জেনিফার হারমোসোকে প্রকাশ্যে চুমু দেয়ার ঘটনায় রুবিয়ালেসের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন রুবিয়ালেস। এর আগে তাকে ৯০ দিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
বিবৃতিতে ফিফা বলেছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। কারণ তিনি ফিফার শৃঙ্খলাবিধির ১৩ নম্বর ধারা লঙ্ঘন করেছেন।
গেলো ২০ আগস্ট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেনএবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেয়ার সময় ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। ওই ঘটনার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।
তার দাবি ছিল, হারমোসোরও নাকি চুমু খেতে সম্মতি জানিয়েছিলেন সেজন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি। তবে হারমোসো পরে বলেন, তার কোনো সম্মতি ছিল না। প্রথমে পদত্যাগ করতে না চাইলেও তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত সভাপতির পদ থেকে সরতে বাধ্য হন। ‘যৌন নিপীড়ন এবং জবরদস্তির অপরাধ’ মামলা দায়ের হওয়ার পর স্পেনের একটি আদালত তাকে হাজিরও হওয়ার নির্দেশ দিয়েছিল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।