বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু
শাকিল খান | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ১৪:৪২
উত্তেজনার পারদ চরমে পৌঁছে দিয়ে মাঠে গড়াচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল। রোমাঞ্চকর এমন লড়াইয়ের আগে সবার ভাবনায় থাকে আবহাওয়া তথ্য। ফাইনালে বৃষ্টি সম্ভাবনা আছে কি না তা নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। জানা যায়, খেলা চলাকালে আহমেদাবাদে মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।
আজ (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফাইনালে খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আবহাওয়াও থাকবে পরিষ্কার। তবে সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা কমে ২৪ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ৩৯ শতাংশের কাছাকাছি থাকতে পারে। আর ম্যাচ চলাকালীন মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে সন্ধ্যার পর শিশির বিন্দু থাকবে ১৭ ডিগ্রির মতো। এতে কুয়াশার কিছুটা আধিক্য দেখা যেতে পারে। ফলে পরে ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পাবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।