আমরা বিশ্বচ্যাম্পিয়ন, রদ্রিগোকে শাসালেন মেসি
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ১৯:১৪
দাঙ্গা-হাঙ্গামার ম্যাচে ব্রাজিলকে হারিয়ে জয়ে ফিরলো আর্জেন্টিনা। বুধবার ১০ জনের স্বাগতিক দলকে হারালো তারা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগেই দাঙ্গা। দর্শকদের ওপর পুলিশের লাঠিচার্জ। ম্যাচ শুরু হলো ২৫ মিনিট পর। কিন্তু মাঠেও চললো দাঙ্গা-হাঙ্গামা। ৪৫ মিনিট শেষে কোনও দল গোল পায়নি। তবে ফাউল হয়েছে ২২টি, তার মধ্যে ব্রাজিলই করেছে ১৬টি! পুরো ম্যাচে ৪২টি ফাউল হয়েছে, ২৬টিই স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৫৪ মিনিটে রাফিনহা ও চার মিনিট পর মার্তিনেল্লির শট রুখে দেন মার্তিনেজ। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্ডি।
ম্যাচ শুরুর আগে তেমনি লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের তরুণ তারকা রদ্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলের নতুন নাম্বার টেন লিওনেল মেসিকে ‘কাপুরুষ’ সম্বোধন করেন।
ওই কথার জবাব দিতে তেড়ে আসেন লিওনেল মেসি। রদ্রিগোকে গলা চেপে ধরেন তিনি এবং বলেন, আমরা বিশ্বচ্যাম্পিয়ন। তাহলে আমরা কীভাবে কাপুরুষ হলাম? আয়নায় নিজেদের মুখ দেখো।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে উরুগুয়ে দুই নম্বর স্থানে, তাদের অর্জন ১৩ পয়েন্ট।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।