বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

শাকিল খান | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম দিনে আকাশে কালো মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন খেলা হয়েছে প্রায় পুরো দিনই। শেষ বিকেলে এসে আলোক স্বল্পতায় কয়েক ওভার কম খেলা হলেও বৃষ্টি হানা দেয়নি। তবে দ্বিতীয় দিনে এসে মিরপুরে খেলেছে শুধুই বৃষ্টি, নীরব দর্শক ছিলেন ক্রিকেটাররা। পরে দুপুর ১টা ৫৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আজ দুই দলের ক্রিকেটাররা মাঠেও নামতে পারেননি। তৃতীয় দিনে খেলা হবে ৯৮ ওভার। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল সোয়া ৯টায়। বিকেলের সেশনেও খেলা হবে ১৫ মিনিট বেশি।

এর আগে প্রথম দিনই দুদলের ১৫ উইকেটের পতন হয়। স্পিন বান্ধব উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ মাত্র ১৭২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা কিউইরা ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top