২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু ১১ জুন

রাশেদ রাসেল | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:২২

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দেশ। এর আগে কখনোই বিশ্বকাপের মূল পর্বে এত দল অংশ গ্রহণ করেনি।

১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। ৩৯ দিনের ফুটবল মহারণ শেষ হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে, ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ মোট ১৩ ম্যাচ আয়োজন করবে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরিতে হবে খেলা।  টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।

কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে টরেন্টোতে, যুক্তরাষ্ট্র দলের প্রথম ম্যাচ রাখা হয়েছে লস এঞ্জেলসে। ৩২ দলের বিশ্বকাপে এতদিন ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। এবার ৪৮ দলের আসরে ম্যাচ বেড়ে হচ্ছে ১০৪টি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top