দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

শাকিল খান | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫১

ছবি: সংগৃহীত

ঢাকা পর্বের শেষে বর্তমানে চট্টগ্রামে যাচ্ছে বিপিএল। টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তাপ পেতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। ফলে বিপিএলের সাত দল ঢাকা থেকে যাচ্ছে চট্টগ্রামে। 

সেখানেই এক দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না বলে জানা গেছে। এ ছাড়া বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।

গতকাল রাতে ঢাকা থেকে টিম বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জাম। আজ সকাল সাতটায় বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কারোর কোনো ক্ষতি হয়নি।

বিপিএল মাতাতে আজই ঢাকা ত্যাগের কথা আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে আগামী ১৩ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলা শুরু হবে দুপুর দেড়টায়।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top