বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বুড়ো কিন্তু বাতিল নই: তামিম ইকবাল

রাশেদ রাসেল | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১৬:৩৮

ছবি: সংগৃহীত

বুড়োরা দেখিয়ে দিলো ‘অল্ড ইজ গোল্ড’ বা ‘পুরনো চাল ভাতে বাড়ে’। বুড়োদের দলটিই এখন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চ্যাম্পিয়ন।

ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে বরিশালের অধিনায়ক নিজের ফেসবুক পেজে মুশফিক ও মাহমুদউল্লাহ’র  সঙ্গে নিজের ছবি দিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘ওল্ড বাট নট আউট’। যার বাংলা করলে ‘বুড়ো কিন্তু বাতিল নই’ এমন অর্থই দাঁড়ায়। 

ফুরচুন বরিশালের দল গঠন নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। তামিম ইকবালকে আইকন ক্রিকেটার ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। পরে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টানে বরিশাল। ওদিকে টেস্টের বোলার তাইজুল ইসলামকে নিলাম থেকে দলে ডাকায় অনেকে তামিমদের দিকে তাকিয়ে হাসাহাসি করেছিল। দলটিতে ছিলেন পাকিস্তানের ‘বুড়ো’ শোয়েব মালিকও।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top