সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪, ১৬:২০

ছবি: সংগৃহীত

হারলেও প্রশংসা বৃষ্টিতে সিক্ত হচ্ছে বাংলাদেশ দল। সিলেটে শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যেভাবে লড়াই করেছেন স্বাগতিকরা, তাতে মন ভরে গেছে দর্শকদের। ছোট ফরমেট ক্রিকেটে ২০৭ রান তাড়া করে জেতা তো চাট্টিখানি কথা নয়! রেকর্ড রান তাড়ায় টাইগাররা তুলতে পেরেছেন ২০৩/৮; আর তা সম্ভব হয়েছে জাকের আলী অনিকের ব্যাটিং বীরত্বে।

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় ছাড়া বিকল্প নাই। ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন বাংলাদেশ। দাঁড়িয়ে আছে খাদের কিনারে, পা ফসকালেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন।

আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, জাকের আলি, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top