বিপিএলে নতুন দল হিসেবে আসতে চায় নোয়াখালী

শাকিল খান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪, ১৬:২৮

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই শেষ হয়েছে বিপিএলের দশম আসর। মাঠের খেলা কিংবা ধারাভাষ্য-ব্রডকাস্টিং; দারুণ এক বিপিএলই উপভোগ করল ক্রিকেটভক্তরা। ৭ দলের অংশগ্রহণে প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এরই মধ্যে নতুন খবর, বিপিএলে আসতে চায় বাংলাদেশের আরও চারটি অঞ্চলের দল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মল্লিক নতুন দলের আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি জানান। বিপিএলে অংশগ্রহণের জন্য মোট চারটি নতুন দল আবেদন জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচির কারণে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মল্লিক।

বিসিবির এই পরিচালক বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।

বিপিএলে দলের সংখ্যা বাড়লে অতিরিক্ত দিনগুলোর খেলা চালানোর চ্যালেঞ্জের কথাই জানান তিনি। মল্লিক বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদের বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top