সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কত
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১৭:২৩
ফের বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চতুর্থবারের মতো দখলে রেখেছেন সর্বোচ্চ উপার্জনের সিংহাসন। মাঠের লড়াইয়ে লিওনেল মেসি কঠিন প্রতিদ্বন্দ্বী হলেও টাকা কামানোর লড়াইয়ে একক আধিপত্য সিআর সেভেনের। যেখানে মেসি আছেন বেশ পিছিয়ে।
গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। এতেই চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে থাকলেন এই পর্তুগিজ সুপারস্টার।
এই তালিকায় দুইয়ে আছেন স্প্যানিশ গলফার জন রাম। বছরে তার আয় ২১.৮ কোটি মার্কিন ডলার। আর গত এক বছরে সাড়ে ১৩ কোটি ডলার আয় করে তিনে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
এ ছাড়া প্রায় ৬৯ কোটি ইনস্টাগ্রাম অনুসারীর সৌজন্যে নানা প্রতিষ্ঠানের স্পনসর থেকেও বিপুল আয় আছে রোনালদোর। ফোর্বস রোনালদোর মাঠের বাইরের আয় ৬ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।