এক বছরে দুই বিপিএল

শাকিল খান | প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৭:১৩

ছবি; সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় চলতি বছর ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট মাঠে গড়াতে যাচ্ছে। যদিও ২০২৫ সালের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়ে ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে চ্যাম্পিয়নস ট্রফির কারণে এগিয়ে এসে ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হতে পারে।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি সময় ঠিক হয়ে আছে। ৫০ ওভারের ক্রিকেটের প্রস্তুতির জন্য হলেও কিছুটা সময় প্রয়োজন হবে বাংলাদেশ দলের। এ কারণে ২৫ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করতে পারে বিসিবি। জাতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইও নিজামউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সময় ধরে আমরা বিপিএল স্লট ঠিক করব। এ জন্য ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে কথা বলতে হবে, তারা কবে থেকে অনুশীলন শুরু করতে চায়। আমার মনে হয় না যে স্লট দেওয়া আছে, সেখানে খুব একটা পরিবর্তন করতে হবে। এক-দুই দিন এদিক-ওদিক করতে হতে পারে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top