টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে
রায়হান রাজীব | প্রকাশিত: ৩ জুন ২০২৪, ১৫:৩৪
অপেক্ষার প্রহর শেষ, শুরু হয়ে গেলো চার-ছক্কার ধুম-ধারাক্কা ক্রিকেট (২ জুন)। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট আয়োজন করছে (সংক্ষিপ্ত ক্রিকেটের নবম আসর)। প্রথমবারের মতো ২০টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে (যুক্তরাষ্ট্রে তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের আছে ছয়টি শহর)।
১ জুন যুক্তরাষ্ট্রের শহর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচ খেলে পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে (৭ জুন)। প্রথম ম্যাচের ভেন্যু ডালাসেই হবে ম্যাচটি। ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জুন নেপালের মুখোমুখি হবে টাইগাররা। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি। টুর্নামেন্টে সব থেকে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
অংশগ্রহণকারী ২০টি দলের মধ্যে ১০টির প্রথম ম্যাচে হবে যুক্তরাষ্ট্রে। আর ক্যারিবিয়ান অঞ্চলের ছয়টি আলাদা দ্বীপে হবে বাকি ৪১টি ম্যাচ। সেমিফাইনাল হবে ত্রিনিদাদ ও টোবাগো এবং গায়ানায়। ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনে।
এবারই প্রথমবারের মতো ১৬ দল থেকে বৃদ্ধি করে ২০ দল নিয়ে হবে বিশ্বকাপ। এই ২০ দলকে ভাগ করা হয়েছে ৫টি গ্রুপে। যেখান থেকে ৮টি দল গ্রুপ পর্ব পেরিয়ে খেলবে সুপার এইটে। যেখানে আবার ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। ১-১৮ জুন হবে গ্রুপ পর্ব এবং ১৯ থেকে ২৪ জুন হবে সুপার এইট পর্বের খেলা। সুপার এইটের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। সবমিলিয়ে ২৮ দিনে ৫৫ টি ম্যাচ খেলবে ২০টি দল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্র।
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান।
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল।
গ্রুপ পর্বে বাংলাদেশের ৪ ম্যাচের সূচি:
বাংলাদেশ-শ্রীলঙ্কা: ৭ জুন, ডালাস
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: ১০ জুন, নিউইয়র্ক
বাংলাদেশ-নেদারল্যান্ডস: ১৩ জুন, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্
বাংলাদেশ-নেপাল: ১৬ জুন, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।