রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপ স্বরণীয় করে রাখতে চান সৌম্য সরকার

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ জুন ২০২৪, ১৫:৫৮

ছবি: সংগৃহীত

চতুর্থবারের মতো বিশ্বকাপের সঙ্গী সৌম্য সরকার। আগের তিন আসরে আলো ছড়াতে পারেননি টপঅর্ডার ব্যাটার। সাফল্য ছিল না বাংলাদেশেরও। তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলা বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সৌম্য। টাইগাররা আগের আট বিশ্বকাপে কখনও সেমিফাইনালের মঞ্চে পা রাখতে না পারলেও সৌম্য স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার। ২০২৪ বিশ্বকাপ স্মরণীয় করতে দলকে উপহার দিতে চান ভালো কিছু।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। সোমবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন সৌম্য সরকার।

‘আমি তো সবসময় উপরের দিকে দেখি, স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল খেলার কথা বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো-খারাপের উপর ফলাফল নির্ভর করবে।’

‘কিন্তু স্বপ্ন বড় দেখাটা গুরুত্বপূর্ণ বিষয়। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত সবকিছুই থাকে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেয়ার। আগের বিশ্বকাপে তেমন ভালো কিছু করতে পারিনি, এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই।’

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১০ জুন সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ‘ডি’ গ্রুপে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top