কানাডাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পাকিস্তানের

সুজন হাসান | প্রকাশিত: ১২ জুন ২০২৪, ১১:৪৫

ছবি: সংগৃহীত

হারলে টুর্নামেন্ট থেকে বিদায়, জিতলে টিকে থাকবে সুপার এইটের আশা- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের পর নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। চলমান বিশ্বকাপের ২২তম ম্যাচে কানাডার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর পাকিস্তান শিবিরে এলো সামান্য স্বস্তির ছোয়া।

মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের অদ্ভুতুড়ে পিচে টি-টোয়েন্টি বিশ্বকাপে মরণবাঁচন ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারাল পাকিস্তান। টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাবর আজ়ম। ২০ ওভারে কানাডা করে ৭ উইকেটে ১০৭ রান। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১০৭ রান পাকিস্তানের। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের আশা জিইয়ে রাখলেন বাবরেরা।

কানাডা পাকিস্তানি বোলারদের সামনে ঠিকঠাক ব্যাট করতে পারছিল না। কেবল অ্যারন জোন্স ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যেই। শুরুটা করেন মোহাম্মদ আমির। নাবনিত ডালিওয়ালকে বোল্ড করে তিনি বিদায় করেন ৪ রানে। এরপর ষষ্ঠ ওভারে পারগত সিংকে ফেরান শাহিনি শাহ আফ্রিদি। পরের ওভারে রান আউট হয়ে ফেরেন কিরটন।  

দশম ওভারে নিজের তৃতীয় বলে শ্রেয়াস মোভভাকে ফেরানোর পর পঞ্চম বলে রবিন্দেরপালের উইকেট তুলে নেন হারিস রউফ। লড়তে থাকা জোন্স বিদায় নেন চতুর্দশ ওভারে। নাসিম শাহের বলে বোল্ড হওয়ার আগে তিনি খেলেন ৪৪ বলে ৫২ রানের দারুণ ইনিংস। শেষদিকে কালিম সানা ও দিলন হেইলিগারের ১৯ রানের জুটিতে শতরান পার করে কানাডা। ১৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন কলিম। আর হেইলিগারের রান ৯।  

পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন আমির। সমান উইকেট পান রউফও। একটি করে উইকেট নেন শাহিন ও নাসিম।

রান তাড়ায় নেমে শুরুতেই ওপেনার সাইম আইয়ুবকে (৬) হারায় পাকিস্তান। তবে শুরুর এই চাপ সামলে ঠান্ডা মাথায় দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দ্বিতীয় উইকেটে তারা ৬২ বলে গড়েন ৬৩ রানের জুটি। পঞ্চদশ ওভারে হেইলিগারের বল উইকেটরক্ষকের হাতে তুলে দিয়ে বাবর বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

বাবর ফিরলেও লড়তে থাকেন রিজওয়ান। ৫২ বলে পঞ্চাশ ছুঁয়ে তিনি দলকে জিতিয়ে ছাড়েন মাঠ।  




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top